Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খিলপাড়া ইউনিয়নের ইতিহাস

বদলকোট ইউনিয়নের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। জনশ্রুতি মতে যায়,  ইউনিয়নটি ১৭টি মৌজা বা গ্রামের সমন্বয়ে গঠিত। এই ১৭ মৗজা বা গ্রামের মধ্যে একটি মৌজা বা গ্রামের নাম । জয়াগ গ্রামটি ২০০ শত বৎসর পূর্বেও হিসেবে পরিচিত ছিল বলে জানা যায়। তবে  নামকরণের সঠিক কোনও তথ্য পাওয়া না গেলেও জানা যায় যে,  গ্রামটি এক সময়ে সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত ছিল এবং গ্রামটিতে জমিদারদের প্রতিনিধি জায়গিরদারদের বসবাস ছিল। এই গ্রামের জমিদারগণ আশপাশের বিভিন্ন গ্রাম শাসন তথা খাজনাদি আদায় করত বিধায় মানুষের মধ্যে এক সময় গ্রামটি জায়গিরাবাদ হিসেবে পরিচিত ছিল বলে জনশ্রতি রয়েছে। কালের বিবর্তনে মানুষের সহজ উক্তির সম্বোধনে জায়াগ হিসেবে রূপান্তরিত হয়ে ব্যাপক পরিচিতি লাভ করে এবং ১৯১৩-১৯১৬ সালে প্রথম ভূমি জরিপকালীন জয়াগ হিসেবে মৌজার নামের সরকারি স্বীকৃতি লাভ করে। আর সেই জমিদারি এবং চৌকিদারি পঞ্চায়েত আমল হতে এই জয়াগ গ্রামে অবস্থিত কার্যালয় হতে জমিদারি ও সরকারি কার্যাদি পরিচালিত হয়ে আসছে। আর এই ঐতিহ্যবাহী গ্রামটির নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয় ।