৯ নং খিলপাড়া ইউনিয়ন পরিষদ
চাটখিল, নোয়াখালী।
সভার কার্য বিবরণীর ০২-নং আলচ্য বিষয়ের সিদ্ধান্তের অনুলিপি সভার
তারিখ: ০৪-০৪-২০১৬। সময় সকাল-১১.০০ টা।
সভার স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয়।
সভায় উপস্থিত সদস্যগণের নাম:
১। জনাব, মো: আলমগীর হোসেন ২।জনাবা বিবি আয়েশা ৩।জনাবা নাজমা বেগম ৪।জনাবা রাবেয়া বেগম ৫। জনাব বেল্লাল হোসেন ৬। জনাব মকবুল আহাম্মদ | ৭।জনাব তবারক উল্যা সারেং ৮। জনাব শামছুউদ্দিন বাহার ৯। জসিম উদ্দিন। ১০। মামুনুর রশিদ ১১। লোকমান হোসেন ১২। |
আলোচ্য বিষয় | আলোচনার সিদ্ধান্ত |
২০১৫-২০১৬ইং সনের কাবিখা-কাবিটা ও টি.আর কর্মসূচীর প্রকল্প কমিটির গঠন প্রসঙ্গে- | অদ্যকার সভায় আলোচ্য বিষয়ের উপর আলোচনায় চেয়ারম্যান সাহেব সভায় জানান- ২০১৫-২০১৬ ইং সনের কাবিখা-কাবিটা, টি.আর স্কীম ও স্কীম বাস্তবায়ন কমিটি গঠন করে উপজেলায় প্রেরণ করার জন্য বলা হয়েছে। উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর কাবিখা, কাবিটা, টি.আর স্কীম ও স্কীম ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সর্ব-সম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
কাবিখা:
প্রকল্প বাস্তবায়ন কমিটি: ১।জনাব মো: জাকির হোসেন বাবলু-ইউ.পি সদস্য-সভাপতি ২।জনাব মো: খোকন-গণ্যমান্য- সেক্রেটারী। ৩।জনাব মো: বেল্লাল হোসেন- শিক্ষক- সদস্য। ৪। জনাব নজরুল ইসলা-সমাজ কর্মী-সদস্য। ৫। জনাব মো: মাসুদ পাটোয়ারী-গন্যমান্য-সদস্য |
২০১৪-২০১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) সাধারন (১ম ও ২য়) পর্যায় ৯নং খিলপাড়া ইউনিয়নের সকল কাবিখার তালিকা
ক্র/নং | প্রকল্পেরনাম | ইউনিয়ন | বরাদ্দ(মোঃটন) |
০১ | খিরিহাটিমসজিদবাড়ীথেকেলটপটিয়াবৈদ্যবাড়ীপর্যন্তরাস্তাপূর্নঃনির্মাণ। | খিলপাড়া | ৩.৭৫০(মোঃটন) |
০২ | নাহারখিলদার্বলমা-আরিফকাত্তমীমাদ্রাসায়সোলারপ্যানেলস্থাপন। | ” | ৩.৭৫০(মোঃটন) |
০৩ | পূর্বদেলিয়াইমক্ররমআলীপন্ডিতবাড়ীররাস্তামেরামতওপূর্বদেলিয়াইতালিমুলকোরাননুরানীমাদ্রাসারসোলারপ্যানেলস্থাপনওউন্নয়ন। | খিলপাড়া | ৭.৫০০(মোঃটন) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস